Toyota Mirai

Toyota Mirai JPD10 (First Gen)

◾ টয়োটা মিরাই মূলত একটি মিড সাইজ সেডান। তবে এটি সাধারণ ইন্টার্নাল কম্বাশন ইঞ্জিন নয়। এতে ব্যবহার করা হয়েছে হাইড্রোজেন ফুয়েল সেল ইঞ্জিন।

🔹 টয়োটা এর নিজস্ব প্লান্টে এটা বানানো হয়, অর্থাৎ সম্পূর্ণ জাপানিজ প্রোডাকশন। 

🔸 ২০১৩ সালে টোকিও মোটর শো তে এটি হাইলাইট করা হয়। আমাদের দেশে, "ঢাকা মোটর শো ২০১৮" তে এটি প্রদর্শন করা হয়।

⭕ 4JM ইলেকট্রনিক মোটর (ফুয়েল সেল), যা ১১৩ কিলোওয়াট বা ১৫১.৪ হর্স পাওয়ার এবং ৩৩৫ নিউটন মিটারের টর্ক উৎপন্ন করে। ফ্রন্ট মাউন্টেড ইঞ্জিনের এই গাড়ি টি ফ্রন্ট হুইল ড্রাইভ।

⭕ TFCS // "টয়োটা ফুয়েল সেল সিস্টেম" যা মূলত হাইড্রোজেন এবং হাইব্রিড টেক এর সমণ্বয়। এতে রয়েছে, ব্যাটারি প্যাক এবং হাই প্রেশার হাইড্রোজেন ট্যাংক ও বুস্ট কনভার্টার। 

🔸 ১.৬ কিলোওয়াট ঘন্টার একটা নিকেল মেটাল হাইড্রাইড ব্যাটারি, যার রেঞ্জ প্রায় ৫০২ কিলোমিটার।

🔷 ১৮৫০ কেজি ওজনের এই গাড়ি টি ৪৮৯০ মিলিমিটার লম্বা, ১৮১৫ মিলিমিটার চওড়া এবং ১৫৩৫ মিলিমিটার উঁচু। এর হুইলবেস ২৭৮০ মিলিমিটার।

⭕ ডুয়াল জোন এসি এবং কেবিন এয়ার ফিল্টার, ফুল টাচ কন্ট্রোল প্যানেল, অল এলইডি লাইটস, ১৭ ইঞ্চি রিম, স্মার্ট কি ও পুশ স্টার্ট।

🔘 এর বাজার মূল্য প্রায় ৬০,০০০ ইউএস ডলার।

দক্ষিণ এশিয়া তে যদি এটা আসেও, তবে আশা করি এটি আমাদের দেশেই সবার আগে আসবে।

Comments

Popular posts from this blog

Tata 709 Ex2 Mini-Truck

Isuzu MT134Q

Mitsubishi BM-117 Turbo

Hero Hunk 2019 Matt Edition

Mitsubishi Lancer EX

Tata LPO-1618 Bus