Toyota Mirai
Toyota Mirai JPD10 (First Gen)
◾ টয়োটা মিরাই মূলত একটি মিড সাইজ সেডান। তবে এটি সাধারণ ইন্টার্নাল কম্বাশন ইঞ্জিন নয়। এতে ব্যবহার করা হয়েছে হাইড্রোজেন ফুয়েল সেল ইঞ্জিন।
🔹 টয়োটা এর নিজস্ব প্লান্টে এটা বানানো হয়, অর্থাৎ সম্পূর্ণ জাপানিজ প্রোডাকশন।
🔸 ২০১৩ সালে টোকিও মোটর শো তে এটি হাইলাইট করা হয়। আমাদের দেশে, "ঢাকা মোটর শো ২০১৮" তে এটি প্রদর্শন করা হয়।
⭕ 4JM ইলেকট্রনিক মোটর (ফুয়েল সেল), যা ১১৩ কিলোওয়াট বা ১৫১.৪ হর্স পাওয়ার এবং ৩৩৫ নিউটন মিটারের টর্ক উৎপন্ন করে। ফ্রন্ট মাউন্টেড ইঞ্জিনের এই গাড়ি টি ফ্রন্ট হুইল ড্রাইভ।
⭕ TFCS // "টয়োটা ফুয়েল সেল সিস্টেম" যা মূলত হাইড্রোজেন এবং হাইব্রিড টেক এর সমণ্বয়। এতে রয়েছে, ব্যাটারি প্যাক এবং হাই প্রেশার হাইড্রোজেন ট্যাংক ও বুস্ট কনভার্টার।
🔸 ১.৬ কিলোওয়াট ঘন্টার একটা নিকেল মেটাল হাইড্রাইড ব্যাটারি, যার রেঞ্জ প্রায় ৫০২ কিলোমিটার।
🔷 ১৮৫০ কেজি ওজনের এই গাড়ি টি ৪৮৯০ মিলিমিটার লম্বা, ১৮১৫ মিলিমিটার চওড়া এবং ১৫৩৫ মিলিমিটার উঁচু। এর হুইলবেস ২৭৮০ মিলিমিটার।
⭕ ডুয়াল জোন এসি এবং কেবিন এয়ার ফিল্টার, ফুল টাচ কন্ট্রোল প্যানেল, অল এলইডি লাইটস, ১৭ ইঞ্চি রিম, স্মার্ট কি ও পুশ স্টার্ট।
🔘 এর বাজার মূল্য প্রায় ৬০,০০০ ইউএস ডলার।
দক্ষিণ এশিয়া তে যদি এটা আসেও, তবে আশা করি এটি আমাদের দেশেই সবার আগে আসবে।
Comments
Post a Comment