Honda Motorcycle & Lubricants Discussion


বাইক আমাদের বর্তমান প্রেক্ষাপটে এক প্রকারের মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে গেছে।
বাইক ছাড়া এক মূহূর্ত ভাবা যায় না।
কারো কাছে এটি জীবিকার উৎস, কারো প্রধান বাহন আবার কারো শখ। সবাই চায় তার বাইক টি‌ ভালো থাকুক।
ছোট জিনিস হলেও এটি ভালো রাখা বেশ ভালোই সময় সাপেক্ষ।



Honda CBR 150R Indonesian



মূল কথায় আসা যাক।
বাইকের প্রান বা ইঞ্জিন এর চালিকা শক্তি হচ্ছে ফুয়েল। সাধারণত আমরা অক্টেন বা পেট্রোল ব্যবহার করি। পেট্রোল এ ইঞ্জিন তুলোনামূলক কম গরম হয় অক্টেনের তূলনায়। তাই ভালো মানের পেট্রোল ব্যবহার করাই উত্তম।
ইঞ্জিন এর ঘূর্ণণ নির্ভর করে লুব্রিকেন্ট এর উপর।
আমাদের দেশের বহুল প্রচলিত বাইক ব্রান্ডের মধ্যে অন্যতম হলো হোন্ডা, হিরো, টিভিএস এবং বাজাজ।। আর তারপর হচ্ছে ইয়ামাহা, কিওয়ে সহ অন্যান্য ব্রান্ড।।।
Hero Moto Crop
Honda
TVS
এই ৩ ব্রান্ড এর বাইকের কোম্পানি বা ফ্যাক্টরি রিকমেন্ড ইঞ্জিন ওয়েল গ্রেড হলো 10W-30
তাই বাইকের ম্যাক্সিমাম এবং লং লাস্টিং পার্ফর্ম্যান্স এর জন্য ফ্যাক্টরি রিকমেন্ড ইঞ্জিন ওয়েল ব্যবহার করা সর্বোত্তম।।
তাই যারা হিরো, হোন্ডা অথবা টিভিএস ব্রান্ড এর বাইক ইউজার তারা অবশ্যই ১০-৩০ (10w-30) গ্রেড এর লুব্রিকেন্ট ওয়েল ব্যবহার করবেন।
বাজারে নকল এবং ভেজাল ইঞ্জিন ওয়েল এর ছড়াছড়ি। তাই জেনুইন ইঞ্জিন ওয়েল পাওয়া টা এখন বেশ কষ্টসাধ্য।
তাই একটু কষ্ট করে খুঁজে অরিজিনাল ইঞ্জিন ওয়েল ব্যবহার করুন এবং অবশ্যই অবশ্যই সঠিক গ্রেড মেইনটেইন করুন।
অনলাইনে Xpress Moto (m.me/xpressmoto750) থেকে আপনারা রেপজল ব্রান্ড এর সকল গ্রেডের অরিজিনাল ইঞ্জিন ওয়েল অফিশিয়াল রেট ও গিফট আইটেম এর সাথে নিতে পারেন।। এই অফার শুধুমাত্র Xpress Moto থেকেই পাবেন।।

Comments

Popular posts from this blog

Tata 709 Ex2 Mini-Truck

Isuzu MT134Q

Mitsubishi BM-117 Turbo

Hero Hunk 2019 Matt Edition

Tata LPO-1618 Bus

Mitsubishi Lancer EX