Bajaj Motorcycle

Bajaj Motorcycle

ভারতীয় ব্রান্ড গুলোর মধ্যে বিশ্বের নামিদামি ব্র্যান্ডের সাথে তুলোনা যোগ্য একটি ব্রান্ড‌ হলো বাজাজ।
গ্রাম থেকে শুরু করে রেস ট্রাক,‌সব খানেই একটা ভালো নাম এবং খ্যাতি আছে।



তাদের কমন বা সুপরিচিত বাইক এর মধ্যে সব থেকে পরিচিত হচ্ছে, বক্সার, পালসার, সিটি-১০০, ডিসকভার সিরিজ।।
এছাড়া ও রয়েছে প্লাটিনা, অ্যাভেঞ্জার।।
যেহেতু আমাদের দেশে ১৬৫ সিসি এর মধ্যে লিমিটেড, সেহেতু অন্য মডেলের বাইক অ্যাভেইলেবল না।।
মডেল গুলো হলো

১। সিটি-১০০
২। প্লাটিনা-১০০/১১০
৩। ডিসকভার-১০০/১১০/১২৫/১৩৫/১৫০
৪।‌ পালসার-১৩৫/১৫০/১৫০(ইউজি-৫)
৫। পালসার এনএস-১৬০

বাজাজ মূলত সুপরিচিত তাদের টুইন স্পার্ক প্লাগ এর জন্য।। পার্ফর্ম্যান্স এর জন্য যা অতুলনীয়।
তারা কোম্পানি থেকে রিকমেন্ড করে 20w50 গ্রেড এর ইঞ্জিন ওয়েল ব্যবহার এর জন্য।
তবে, 20w50 Mineral অ্যাভেইলেবল থাকলেও, সেমি সিন্থেটিক ও সিনথেটিক তেমন অ্যাভেইলেবল না। এজন্য রেপজল ইঞ্জিনিয়ারগন সাজেস্ট করেন 10w50 Semi Synthetic & Synthetic ব্যবহার এর জন্য, 20w50 গ্রেড এর পরিবর্তে। এতে পার্ফর্ম্যান্স ও আগের তুলনায় ভালো পাওয়া যায়, ইঞ্জিন এর সাউন্ড এবং হিটিং স্বাভাবিক পর্যায়ে থাকে।

জেনুইন রেপজল ইঞ্জিন ওয়েল এখন আমাদের কাছেই পাবেন। বিস্তারিত জানতে ইনবক্স করুন Click Here 

Comments

Popular posts from this blog

Tata 709 Ex2 Mini-Truck

Isuzu MT134Q

Mitsubishi BM-117 Turbo

Hero Hunk 2019 Matt Edition

Mitsubishi Lancer EX

Tata LPO-1618 Bus