Lexus NX 200T
লেক্সাস এনএক্স (Lexus NX)
এটি ছোট আকারের একটি বিলাসবহুল ক্রসওভার স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল লেক্সাসের ব্রান্ডিং-এ বিক্রয় হয় যা টয়োটা এর একটি বিলাসবহুল অংশ। ২০১৪ সালের শেষের দিকে এটি লেক্সাস লাইন আপে একটি নতুন এন্ট্রি লেভেল ক্রসওভার মডেল হিসেবে উপস্থাপিত হয়েছিল, মাঝারি আকারের RX ক্রসওভারের থেকে একটু কম ক্ষমতাধর। "এনএক্স" মূলত নিম্বল-ক্রসওভার বা দ্রুতগামী ক্রসওভার । টয়োটা এর মিয়াটা প্লান্টে এটি অ্যাসেম্বল করা হয়, যা জাপানে অবস্থিত। এর ডিজাইনার 'Nobuyuki Tomatsu' ।
৫ দরজার এই গাড়ি তে জুড়ে দেয়া হয়েছে ২ লিটারের টার্বোচার্জড ডিরেক্ট ইঞ্জেকশনের 8AR-FTS I4-T গ্যাসোলিন ইঞ্জিন যা ৬ স্পিডের অটো ট্রান্সমিশন এর মাধ্যমে পরিচালিত। এই ইঞ্জিন ২৩৫ হর্স পাওয়ার আর ৩৫০ নিউটন মিটারের টর্ক উৎপন্ন করে। আধুনিক প্রযুক্তির সকল উপকরন রয়েছে এই গাড়িতে।
এর দাম প্রায় ১ কোটি টাকার কাছাকাছি!
ছবি তে ২০১৫ লেক্সাস এনএক্স ২০০টি
Comments
Post a Comment