Hero Hunk 150 SD
১৫০ সিসি সেগমেন্টে সবচেয়ে কম মূল্যে সব চেয়ে ভালো প্যাকেজের একমাত্র বাইক।
Hero Hunk 150 ATFT
১৪৯.২ সিসির এয়ার কুলড কার্বুরেটর সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিন ১৪.৪ পিএস এর সাথে ১২.৮ নিউটন মিটারের টর্ক উৎপন্ন করতে সক্ষম! ক্ষমতা কমানোতে মাইলেজ এখন হাইওয়ে তে প্রায় ৫০ কিলোমিটার প্রতি লিটার পেট্রোলে পাওয়া যায়! আর উচ্চতা এবং রিম সাইজ কিছুটা বড় হওয়াতে এর হ্যান্ডলিং ১৫০ সিসির মধ্যে সেরা! আর ওজন টা বেশি কিন্তু ওজন বিন্যাস সব দিকে সমান হওয়াতে ওভার স্পিডেও খুব সহজেই আয়ত্তে আনা যায়। আর সামনে ২৪০ মিলিমিটারের ডিস্ক ব্রেক অনেক ভালো রেসপন্সিভ।
এই মুহূর্তে মোটামুটি ১,৫০,০০০ টাকায় কমপ্যাক্ট এবং একমাত্র ভ্যালুপ্যাক হচ্ছে এই "হিরো হাঙ্ক" ।
Hero Hunk 150 ATFT
১৪৯.২ সিসির এয়ার কুলড কার্বুরেটর সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিন ১৪.৪ পিএস এর সাথে ১২.৮ নিউটন মিটারের টর্ক উৎপন্ন করতে সক্ষম! ক্ষমতা কমানোতে মাইলেজ এখন হাইওয়ে তে প্রায় ৫০ কিলোমিটার প্রতি লিটার পেট্রোলে পাওয়া যায়! আর উচ্চতা এবং রিম সাইজ কিছুটা বড় হওয়াতে এর হ্যান্ডলিং ১৫০ সিসির মধ্যে সেরা! আর ওজন টা বেশি কিন্তু ওজন বিন্যাস সব দিকে সমান হওয়াতে ওভার স্পিডেও খুব সহজেই আয়ত্তে আনা যায়। আর সামনে ২৪০ মিলিমিটারের ডিস্ক ব্রেক অনেক ভালো রেসপন্সিভ।
এই মুহূর্তে মোটামুটি ১,৫০,০০০ টাকায় কমপ্যাক্ট এবং একমাত্র ভ্যালুপ্যাক হচ্ছে এই "হিরো হাঙ্ক" ।
"" ইয়ং - মধ্য-বয়স্ক - বয়স্ক সকলেরই পছন্দের এই "আর্মি-গ্রীন" পেইন্ট এর "হাঙ্ক" (নিজস্ব অভিজ্ঞতা থেকে) ""
Comments
Post a Comment