Posts

Showing posts from 2019

Yamaha FZ-S Fi Version 3.0

Image
Yamaha FZ-S Fi  Version 3.0  Air Cooled, 4 Stroke, SOHC, 2 Valve, 149cc Fuel Injected, Single Cylinder Engine 13.2 PS & 12.8 Nm Torque Weight 137 Kg Single Channel ABS Double Disc Brakes Engine Oil Capacity 1200 ml (Full Oil Change) Engine Oil Refill 1000 ml (Engine Oil Change)

Honda Motorcycle & Lubricants Discussion

Image
বাইক আমাদের বর্তমান প্রেক্ষাপটে এক প্রকারের মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে গেছে। বাইক ছাড়া এক মূহূর্ত ভাবা যায় না। কারো কাছে এটি জীবিকার উৎস, কারো প্রধান বাহন আবার কারো শখ। সবাই চায় তার বাইক টি‌ ভালো থাকুক। ছোট জিনিস হলেও এটি ভালো রাখা বেশ ভালোই সময় সাপেক্ষ। Honda CBR 150R Indonesian মূল কথায় আসা যাক। বাইকের প্রান বা ইঞ্জিন এর চালিকা শক্তি হচ্ছে ফুয়েল। সাধারণত আমরা অক্টেন বা পেট্রোল ব্যবহার করি। পেট্রোল এ ইঞ্জিন তুলোনামূলক কম গরম হয় অক্টেনের তূলনায়। তাই ভালো মানের পেট্রোল ব্যবহার করাই উত্তম। ইঞ্জিন এর ঘূর্ণণ নির্ভর করে লুব্রিকেন্ট এর উপর। আমাদের দেশের বহুল প্রচলিত বাইক ব্রান্ডের মধ্যে অন্যতম হলো হোন্ডা, হিরো, টিভিএস এবং বাজাজ।। আর তারপর হচ্ছে ইয়ামাহা, কিওয়ে সহ অন্যান্য ব্রান্ড।।। Hero Moto Crop Honda TVS এই ৩ ব্রান্ড এর বাইকের কোম্পানি বা ফ্যাক্টরি রিকমেন্ড ইঞ্জিন ওয়েল গ্রেড হলো 10W-30 তাই বাইকের ম্যাক্সিমাম এবং লং লাস্টিং পার্ফর্ম্যান্স এর জন্য ফ্যাক্টরি রিকমেন্ড ইঞ্জিন ওয়েল ব্যবহার করা সর্বোত্তম।। তাই যারা হিরো, হোন্ডা অথবা টিভিএস ব্রান্ড

Yamaha Bikes & Services

Image
Yamaha Bikes & Services ইয়ামাহা তাদের মোটরসাইকেল এর কোয়ালিটি ও পার্ফর্ম্যান্স আপ টু মার্ক বজায় রাখার জন্য একটা বিশাল প্লানিং নিয়ে তাদের সার্ভিস প্রোগ্রাম নিয়ে এসেছে তাদের ক্রেতা সাধারণের জন্য। এক নজরে ইয়ামাহা অফিসিয়াল পেইড সার্ভিস প্লান Package- 1 (Regular Service) ওয়াশিং থেকে শুরু করে ফুয়েল ইঞ্জেক্টর ক্লিন, ট্যাপিড অ্যাডজাস্টমেন্ট সহ টুকটাক চেক আপ, ও পরিবর্তনযোগ্য পার্টস রিপ্লেসমেন্ট। মোটামুটি ৬০-৮০ মিনিট বা ১ ঘন্টা ২০ মিনিট এর কাজ। প্রতি  ৩০০০ কিলোমিটার পর পর এই সার্ভিস টি করানো উচিত, যার সার্ভিস চার্জ ৫০০ টাকা। Package- 2 (Standard Service) রেগুলার সার্ভিস এর পাশাপাশি, ইয়ামাহা ডায়াগনস্টিক টুল, যা ইয়ামাহা এর ইঞ্জিন চেকআপ টেকনোলজি, এর মাধ্যমে ইঞ্জিন চেকআপ, ড্রাইভ চেইন ওয়াশ ও লুব্রিকেটিং, থ্রোটল ক্যাবল ও ক্লাচ ক্যাবল ওয়াশ। মোটামুটি ১১০ মিনিট বা ১ ঘন্টা ৪৫ মিনিট সময় ব্যয় হবে এতে। প্রতি ৬০০০ কিলোমিটার পর পর এই সার্ভিস করানোর জন্য রিকমেন্ড‌ করা‌ হয় এবং সার্ভিস চার্জ ৮০০ টাকা। Package- 3 (Premium Service) অন্য দুই টা সার্ভিস এর পাশাপাশি এতে বল রেসার গ্র

Yamaha MT-15

Image
Yamaha MT-15 155cc Liquid Cooled 4V SOHC FI Engine This dark warrior generates an impressive 19.3PS at 10,000 RPM and 14.7 N.m @ 8500 RPM while it's Variable Valve Actuation monitors the rider's style to improve performance. The Hyper Naked performance with VVA delivers 0 - 60km/h in just 3.78 secs, the fastest in it's class! 6 Speed Transmission Now shift gears without worrying about economy. The MT 15 6-speed transmission allows to cruise at low RPM even in higher gears, thus saving fuel without missing on the thrill. Single Channel ABS Front Disc with Bosch Anti-Lock Braking System (ABS) helps in achieving improved braking performance by providing better stability and control at all speeds without any wheel lockups and skidding even in slippery conditions. Rear Disc brake augments more quality to the MT Legacy. Bi Functional LED Headlights Take on the darkest streets with confidence and enjoy enhanced night vision with