Yamaha Bikes & Services ইয়ামাহা তাদের মোটরসাইকেল এর কোয়ালিটি ও পার্ফর্ম্যান্স আপ টু মার্ক বজায় রাখার জন্য একটা বিশাল প্লানিং নিয়ে তাদের সার্ভিস প্রোগ্রাম নিয়ে এসেছে তাদের ক্রেতা সাধারণের জন্য। এক নজরে ইয়ামাহা অফিসিয়াল পেইড সার্ভিস প্লান Package- 1 (Regular Service) ওয়াশিং থেকে শুরু করে ফুয়েল ইঞ্জেক্টর ক্লিন, ট্যাপিড অ্যাডজাস্টমেন্ট সহ টুকটাক চেক আপ, ও পরিবর্তনযোগ্য পার্টস রিপ্লেসমেন্ট। মোটামুটি ৬০-৮০ মিনিট বা ১ ঘন্টা ২০ মিনিট এর কাজ। প্রতি ৩০০০ কিলোমিটার পর পর এই সার্ভিস টি করানো উচিত, যার সার্ভিস চার্জ ৫০০ টাকা। Package- 2 (Standard Service) রেগুলার সার্ভিস এর পাশাপাশি, ইয়ামাহা ডায়াগনস্টিক টুল, যা ইয়ামাহা এর ইঞ্জিন চেকআপ টেকনোলজি, এর মাধ্যমে ইঞ্জিন চেকআপ, ড্রাইভ চেইন ওয়াশ ও লুব্রিকেটিং, থ্রোটল ক্যাবল ও ক্লাচ ক্যাবল ওয়াশ। মোটামুটি ১১০ মিনিট বা ১ ঘন্টা ৪৫ মিনিট সময় ব্যয় হবে এতে। প্রতি ৬০০০ কিলোমিটার পর পর এই সার্ভিস করানোর জন্য রিকমেন্ড করা হয় এবং সার্ভিস চার্জ ৮০০ টাকা। Package- 3 (Premium Service) অন্য দুই টা সার্ভিস এর পাশাপাশি এতে বল রেসার গ্র