Best & Easiest Motorcycle & Car Maintenance




⭕ নিজের পছন্দের গাড়ি বা মোটরসাইকেল টার সঠিক মেইনটেন্যান্স করা সহজ হলেও বেশ ব্যয়বহুল। বিশেষ করে, এই COVID-19 এর সময়ে এই কাজ টি আরো কষ্টসাধ্য হয়েছে। কারণ, অনেকের ইনকাম সোর্স কমেছে, আয় কমেছে এছাড়া অনেক রকম সমস্যার মধ্যে আছেন, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলো।

✅ মেইনটেন্যান্স এর প্রধান উপকরণ হলো লুব্রিকেশন অয়েল। এই পরিস্থিতি তে অনেকেই নিম্ন মানের বা ডুপ্লিকেট অয়েল ব্যবহার করে বাইক বা গাড়ির ক্ষতি করছেন। আবার বেশিরভাগ সময়েই তুলনামূলক বেশি দাম দিয়ে ইঞ্জিন অয়েল কিনছেন, যা বেশ বাজেটের বিপরীতে চলে যায়। ফলাফল, মাইলেজ ড্রপ করা বা ইঞ্জিনের আয়ু কমে যাওয়া।

✅ COVID-19 এর এই পরিস্থিতিতে, আপনাদের সকলের কথা ভেবে, আপনাদের গাড়ি বা মোটরসাইকেলের সঠিক মেইনটেন্যান্স এর জন্য একটি সহজ সমাধান আমরা নিয়ে এসেছি। 

⭕ আমাদের লক্ষ্য হচ্ছে আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেয়া। তার'ই ধারাবাহিকতায়, আমরা ইঞ্জিন অয়েল এবং লুব্রিকেশন অয়েলের জন্য একটি বিশেষ এবং সহজ ইনস্টলমেন্ট ব্যবস্থা নিয়ে এসেছি। এর জন্য আপনাদের কোনো ধরনের ক্রেডিট কার্ড বা প্রমাণ পত্রের দরকার নেই।

🔷 এভারেজে প্রতি মাসে একজন বাইকার মোটামুটি ১২০০ থেকে ৩০০০ কিলোমিটার পর্যন্ত রাইড করেন। সুতরাং মাস শেষে একটি ইঞ্জিন অয়েল অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে।

✅ তাই, প্রতি সপ্তাহে ১ টি করে, মাসে মাত্র ৪ টি ইনস্টলমেন্টেই পেয়ে যাচ্ছেন আপনার কাঙ্খিত ইঞ্জিন অয়েল টি।





🟢 সেমি সিন্থেটিক ইঞ্জিন অয়েল
MOTO SPORT (10W-30; 10W-40; 20W-50) API: SL

🔹 প্রতি ইনস্টলমেন্ট - ১৫৯ টাকা মাত্র




🟠 ফুল সিন্থেটিক ইঞ্জিন অয়েল 
MOTO RACING (10W-40 // 10W-50) API: SN
MOTO OFF ROAD (10W-40) API: SN
MOTO HMEOC (10W-30) API: SJ

🔸 প্রতি ইনস্টলমেন্ট - ২৫০ টাকা মাত্র

🔷 প্রতি সপ্তাহে, ১ বার করে, মাসে ৪ বার পেমেন্ট করতে হবে। পেমেন্ট বিকাশের "সেন্ড-মানি" এর মাধ্যমে করতে হবে। পেমেন্ট করার পর, ইনভয়েসে ট্রাঞ্জিশন আইডি নং আপডেট করা হবে। ৪ টা পেমেন্ট পর বাইকার তার সুবিধা মতো ইঞ্জিন অয়েল টি গ্রহণ করতে পারবেন।

✅ ✅  সুবিধা সমূহ  ✅ ✅

• একবারে অনেক গুলো টাকার চাপ পড়ছে না
• খুব কম মূল্যে জেনুইন অয়েল পাওয়ার নিশ্চয়তা
• অয়েল ফিল্টার বা এয়ার ফিল্টার আইটেম সহ স্পেয়ার পার্টসে স্পেশাল প্রিভিলেজ
• ২৪*৭ সাপোর্ট
• প্রতি সপ্তাহে নাম মাত্র কিছু টাকা পে করেই পেয়ে যাচ্ছেন সঠিক এবং জেনুইন ইঞ্জিন অয়েল
• বাইকের সঠিক যত্নের নিশ্চয়তা

⭕ বিকাশ ট্রাঞ্জিশন এর মাধ্যমে টাকা পেমেন্ট, ট্রাঞ্জিশন আইডি আপডেট, পিক আপ পয়েন্ট বা শিপিং পয়েন্ট এবং ফোন নাম্বার প্রোভাইড করতে হবে।

🔷 পিক আপ পয়েন্ট - খিলগাঁও / বিজয় স্মরণী
🔶 ডেলিভারি চার্জ - ৭০ টাকা (ঢাকা শহর)
🔷 ঢাকার বাহিরে ভেলিভারি চার্জ - ৬০ থেকে ১২০ টাকা
🔶 ২৪ x ৭ সাপোর্ট এবং 'ফ্রি ইনস্টলমেন্ট' অ্যালার্ট

Contact Xpress Moto

⭕ ফোন / হোয়াটসঅ্যাপ / বিকাশ (পার্সোনাল)

0️⃣ 1️⃣ 7️⃣ 9️⃣ 4️⃣ 6️⃣ 2️⃣ 4️⃣ 4️⃣‌ 3️⃣‌ 3️⃣

📞 +8801794624433  📱






Comments

Popular posts from this blog

Tata 709 Ex2 Mini-Truck

Isuzu MT134Q

Mitsubishi BM-117 Turbo

Hero Hunk 2019 Matt Edition

Mitsubishi Lancer EX

Tata LPO-1618 Bus