Kawasaki Ninja 125 -2020
ইউরোপের দেশ গুলো তে, মোটরসাইকেল রাইড করতে গেলে বয়স ভেদে ড্রাইভিং লাইসেন্স করতে হয়। সেখানে, ১৬ বছর থেকে লাইসেন্স দেয়া শুরু হয়। তবে শর্ত স্বাপেক্ষে। যারা, ১৬ বা তার উর্ধ্বে কিন্তু ১৭ বছরের নিচে তাদের জন্য হলো, AM License, যা দ্বারা রাইডার ৫০ সিসি বাইক রাইড করতে পারবেন। তারা অন্তত আমাদের দেশের মতো ঘুষ দিয়ে লাইসেন্স করে গাড়ি চালাতে পারে না। আর যারা ১৭ বছর বা তার বেশি, তাদের জন্য A1 শ্রেনীর লাইসেন্স ইস্যূ হয়। এই A1 শ্রেনীর লাইসেন্স দিয়ে তিনি ১২৫ সিসি পর্যন্ত বাইক চালাতে পারবেন। A1 শ্রেনীর লাইসেন্সধারী দের মূলত প্রয়োজনীয় সাধারণ প্রশিক্ষন বা CBT - Compulsory Basic Training দেয়া হয়। ▶️ এই A1 শ্রেনীর প্রিমিয়াম জাপানিজ বাইক গুলোর মধ্যে অন্যতম একটি হলো, Kawasaki Ninja 125 -2020 ▶️ কাওয়াসাকি কে সকলেই মূলত আমরা চিনি গতির জগতের সেরা পার্ফর্মার হিসেবে, Ninja H2r এর বদৌলতে। মূলত ইউরোপের A1 লাইসেন্সধারী দের জন্য তাদের এই ১২৫ সিসির "Kawasaki Ninja 125" লঞ্চ করে। ✅ Ninja - মূলত কাওয়াসাকি এর একটি ট্রেড মার্ক, যা দ্বারা তাদের ফুল ফেয়ারড স্পোর্টস বাইকের