Posts

Showing posts from June, 2020

Kawasaki Ninja 125 -2020

Image
ইউরোপের দেশ গুলো তে, মোটরসাইকেল রাইড করতে গেলে বয়স ভেদে ড্রাইভিং লাইসেন্স করতে হয়। সেখানে, ১৬ বছর থেকে লাইসেন্স দেয়া শুরু হয়। তবে শর্ত স্বাপেক্ষে। যারা, ১৬ বা তার উর্ধ্বে কিন্তু ১৭ বছরের নিচে তাদের জন্য হলো, AM License, যা দ্বারা রাইডার ৫০ সিসি বাইক‌ রাইড করতে পারবেন। তারা অন্তত আমাদের দেশের মতো ঘুষ দিয়ে লাইসেন্স করে গাড়ি চালাতে পারে না। আর যারা ১৭ বছর বা তার বেশি, তাদের জন্য A1 শ্রেনীর লাইসেন্স ইস্যূ হয়। এই A1 শ্রেনীর লাইসেন্স দিয়ে তিনি ১২৫ সিসি পর্যন্ত বাইক চালাতে পারবেন। A1 শ্রেনীর লাইসেন্সধারী দের মূলত প্রয়োজনীয় সাধারণ প্রশিক্ষন বা CBT - Compulsory Basic Training দেয়া হয়। ▶️ এই A1 শ্রেনীর প্রিমিয়াম জাপানিজ বাইক গুলোর মধ্যে অন্যতম একটি হলো, ‌‌ ‌     ‌            Kawasaki Ninja 125 -2020 ▶️ কাওয়াসাকি কে সকলেই মূলত আমরা চিনি গতির জগতের সেরা পার্ফর্মার হিসেবে, Ninja H2r এর বদৌলতে। মূলত ইউরোপের A1 লাইসেন্সধারী দের জন্য তাদের এই ১২৫ সিসির "Kawasaki Ninja 125" লঞ্চ করে। ✅ Ninja - মূলত কাওয়াসাকি এর একটি ট্রেড মার্ক, যা দ্বারা তাদের ফুল ফেয়ারড স্পোর্টস বাইকের

Yamaha Tenere 700

Image
♂️ Yamaha Tenere 700 2021 ♨️ ইউরোপীয়ন অফরোড প্যান্থার, মিড সাইজড অফরোড বাইক, ১০,০০০ ডলারের প্রাইস ট্যাগ। ✅ Key Highlights ☑️ ▶️ ৬৮৯ সিসি লিকুইড কুলড, ২ সিলিন্ডারের ডাবল ওভারহেড ক্যাম শ্যাফ্ট বিশিষ্ট ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন ▶️ ৮০ মি.মি. বোর এবং ৬৮.৬ মি.মি. স্ট্রোক; কমপ্রেশন রেশিও  ১১.৫ : ১ ; ৪ ভালভ বিশিষ্ট সিলিন্ডার ▶️ ৭২.৩ হর্স পাওয়ার (৯০০০ আরপিএম), ৬৮ নিউটন মিটারের টর্ক (৬৫০০ আরপিএম)  ▶️ ইউরো-৬; ৬ স্পিড ট্রান্সমিশন, চেইন ড্রাইভ  ✅ ৪৩ মি.মি. অ্যাডজাস্ট্যাবল আপ-সাইড ডাউন ফর্ক ✅ সামনে ২৮২ মি.মি. ডুয়াল হাইড্রলিক ডিস্ক, এবিএস এবং পেছনে ২৪৫ মি.মি. ডিস্ক, এবিএস  ✅ সামনে ২১ ইঞ্চি এবং পেছনে ১৮ ইঞ্চি রিম; সামনে ৯০/৯০ এবং পেছনে ১৫০/৭০ সেকশন টায়ার ✅ প্রায় ১৬ লিটারের ফুয়েল ট্যাংক, ৩৫০ কিলোমিটার রাইডিং রেঞ্জ ⛽  ▶️ ২৩৭০ মি.মি. লম্বা, ২৪০ মি.মি. গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সিটের উচ্চতা ৮৭৫ মি.মি. এবং ২০৫ কেজি ওজন, ডাবল ক্রেডল টিউবুলার স্টিল ফ্রেম চ্যাশিস