Bajaj Qute


Bajaj Qute

Single Cylinder Liquid Cooled 4 Stroke 216.6cc Petrol Engine
13.27 Hp & 19.6 Nm Torque 
দাম নির্ধারণ করা হয়েছে সম্ভবত ৫.৫ লক্ষ টাকা। 
সমস্যা: ১. পেট্রল ইঞ্জিন (ফুয়েল ইকোনমি কম)
     ‌       ২. পাওয়ার ও টর্ক কম (বেশি ওজনে তেল খরচ বেশি)
            ৩. লিকুইড কুলড ইঞ্জিন (পরিচর্যা খরচ বেশি)

সুবিধা: ৪ জন আরাম করে বসতে পারবে!

বাজাজ 'কিউট' ৪ চাকার এই গাড়ি বানানো হয়েছে ৩ চাকার অটোরিকশার পরিবর্তে। কিন্তু পেট্রল ইঞ্জিন হওয়ায় এর সুবিধার চেয়ে অসুবিধা বেশি। যেহেতু গ্রামের রাস্তার কথা চিন্তা করে এই গাড়ি বানানো, সেখানে তারা কি করে পেট্রল ইঞ্জিন দেয় তা মাথায় ঢুকছে না। যেখানে ডিজেল প্রতি লিটার ৬৭ টাকা, সেখানে পেট্রল ৮৬ টাকা! 
ডিজেল ইঞ্জিন হলে পাওয়ার বা টর্ক দুটোই বেশি হতো, সাথে ইকোনমি বেশি। 

অদুর ভবিষ্যতে ডিজেল ইঞ্জিন এর অপশন না আনলে এটি বাংলাদেশে সফলতার মুখ দেখবে না।
আপনাদের মতামত জানাবেন।
ধন্যবাদ












Comments

Popular posts from this blog

Tata 709 Ex2 Mini-Truck

Isuzu MT134Q

Mitsubishi BM-117 Turbo

Hero Hunk 2019 Matt Edition

Mitsubishi Lancer EX

Tata LPO-1618 Bus